সেনা সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু


প্রকাশিত: ১২:১৮ পিএম, ২৭ অক্টোবর ২০১৫

ঢাকায় শুরু হয়েছে আন্তঃঅঞ্চল সেনা সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০১৫। মঙ্গলবার সকালে ঢাকা সেনানিবাসের আর্মড ফোর্সেস মেডিকেল ইনস্টিটিউট (এএফএমআই) অডিটরিয়ামে এ প্রতিযোগিতাটি শুরু হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের সহকারী পরিচালক মোহাম্মদ রেজা-উল করিম শাম্মী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতা অনুষ্ঠানের উদ্বোধন করেন ১৪ স্বতন্ত্র ইঞ্জিনিয়ার ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এএসএম মাহমুদ হাসান।

৬ দিনব্যাপী এ প্রতিযোগিতার বিভিন্ন বিভাগে ১৪টি দল অংশগ্রহণ করছে। আগামী রোববার (১ নভেম্বর) প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান আয়োজন করা হবে।

এআর/একে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।