পূজামণ্ডপে অগ্নিসংযোগের অভিযোগে মামলা


প্রকাশিত: ১১:৫৭ এএম, ২৭ অক্টোবর ২০১৫

দিনাজপুরের পার্বতীপুরে পূজামণ্ডপে অগ্নিসংযোগের অভিযোগে ৭ জনকে আসামি করে মামলা দায়ের হয়েছে। সোমবার রাত ৮ টায় উপজেলার মোমিনপুর ইউনিয়নের পশ্চিম শুকদেবপুর সার্বজনীন পূজা উদযাপন কমিটির সভাপতি ভৈরব চন্দ্র পার্বতীপুর মডেল থানায় এ মামলা করেন।  

অভিযুক্তরা হলেন, ওই গ্রামের সুজাব উদ্দিন (৬০), তার ছেলে শওকত আলী (৩৫), লুৎফর রহমান (৩০), ওয়াজেদ আলী (২৭) ও রব্বানী (২৪)। এছাড়াও একই গ্রামের আ. মান্নানের ছেলে আবদুল কুদ্দুস (৩৫) ও মৃত সমবারুর ছেলে লিটন (২৫)।

মামলা সূত্রে জানা গেছে, রোববার রাত সাড়ে ৯টার দিকে অভিযুক্ত ব্যক্তিরা সংঘবদ্ধ হয়ে পূজামণ্ডপে ভাঙচুর চালায় ও অগ্নিসংযোগ করে। এতে স্থানীয় সংখ্যালঘু পরিবারের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। মামলার বাদী ভৈরব চন্দ্রের কাকা ধীরেন চন্দ্র (৫৫) অভিযুক্তদের মণ্ডপে আগুন ধরিয়ে দিতে দেখেছেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

অভিযোগ অস্বীকার করে সুজাব উদ্দিন বলেন, পূর্ব শত্রুতার জের ধরে আমাদের হয়রানি করার জন্য পূজা কমিটির সভাপতি ভৈরব চন্দ্র ও সাধারণ সম্পাদক বাবু চন্দ্র মিলে ষড়যন্ত্রমূলকভাবে মণ্ডপে অগ্নিসংযোগের অভিযোগ করেছে। প্রকৃতপক্ষে পূজা কমিটির সভাপতি ও সম্পাদকের পরার্মশে গ্রামের ধীরেন চন্দ্র, গাঠিয়া ও পুলিন চন্দ্র এ তিনজন মিলে মণ্ডপে আগুন ধরিয়ে দিয়ে আমাদের উপর দোষ চাপায়।

দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার সাখাওয়াত হোসেন, পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার তরফদার মাহমুদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শচিন চন্দ্র, সাধারণ সম্পাদক দীপেশ চন্দ্র ও মমিনপুর ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব মন্ডল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পার্বতীপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল আলম মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রকৃত ঘটনা উদঘাটন করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।  

এমদাদুল হক মিলন/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।