আবদুল হামিদের ভাইয়ের মৃত্যুতে ভারতের রাষ্ট্রপতির শোক

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০২:২২ পিএম, ১৯ জুলাই ২০২০

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ছোট ভাই বীর মুক্তিযোদ্ধা আবদুল হাইয়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

গতকাল শনিবার (১৭ জুলাই) হামিদকে পাঠানো এক বার্তায় কোবিন্দ এ শোক প্রকাশ করেন।

রামনাথ কোবিন্দ বলেন, একজন বীর মুক্তিযোদ্ধা ও শিক্ষাবিদ হিসেবে স্বাধীন বাংলাদেশের যাত্রায় ও এর আর্থ-সামাজিক উন্নয়নে আবদুল হাইয়ের অবদান চিরস্মরণীয়।

বার্তায় প্রয়াতের শোকসন্তপ্ত পরিবার ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনাও জানান ভারতীয় রাষ্ট্রপতি।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ১৭ জুলাই রাতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মৃত্যুবরণ করেন আবদুল হাই। তার বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।

জেপি/এইচএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।