জরিমানা ছাড়াই হোল্ডিং ট্যাক্স পরিশোধের সুযোগ দিল ডিএনসিসি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:১৮ এএম, ১৯ জুলাই ২০২০

জরিমানা ছাড়াই ট্রেড লাইসেন্স নবায়ন ফি পরিশোধ করার সুযোগ দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই সুযোগ দেয়া হয়েছে।

পাশাপাশি একই সময় পর্যন্ত জরিমানা বা সারচার্জ ছাড়াই ডিএনসিসির আওতাধীন হোল্ডিং ট্যাক্সও জমাও দেয়া যাবে।

ডিএনসিসির প্রধান জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন জানান, করোনাভাইরাসের প্রাদুর্ভাব বিবেচনা করে ডিএনসিসির আওতাধীন করদাতাদের ২০১৯-২০২০ অর্থবছরের বকেয়া হোল্ডিং ট্যাক্সের ওপর ১৫ শতাংশ সারচার্জ জমাদানের সময়সীমা আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বর্ধিত করার সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

করদাতাদের ৩০ সেপ্টেম্বরের মধ্যে ২০১৯-২০ অর্থবছরের বকেয়া হোল্ডিং ট্যাক্সের ওপর ১৫ শতাংশ সারচার্জ ছাড়া এবং ব্যবসায়ীদেরকে জরিমানা ছাড়াই ট্রেড লাইসেন্স নবায়নের সুযোগ গ্রহণের আহ্বান জানানো হয় ডিএনসিসির পক্ষ থেকে।

এএস/এফআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।