শমসেরের সম্পদ অনুসন্ধান করবে দুদক


প্রকাশিত: ১০:৩৫ এএম, ০৩ নভেম্বর ২০১৪

ড্যাটকো গ্রুপের চেয়ারম্যান মুসা বিন শমসেরের সম্পদের অনুসন্ধান করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার দুদকের নিয়মিত বৈঠকে এ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় কমিশন। দুদকের সিনিয়র উপপরিচালক মীর জয়নুল আবেদিন শিবলীকে অনুসন্ধানের দায়িত্ব দেয়া হয়েছে।

দুদকের কমিশনার মোহাম্মদ শাহাবুদ্দিন সাংবাদিকদের জানান, প্রতিবেদনে মুসা বিন শমসের আয়, আয়ের উৎস, জীবনযাপনের কথা যেভাবে প্রকাশিত হয়েছে, সেটা দুদকের অস্বাভাবিক মনে হয়েছে। তাই এই অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সূত্র জানায়, চলতি বছরের জুন মাসে বিজনেস এশিয়া নামের একটি ম্যাগাজিনে মুসা বিন শমসেরকে নিয়ে প্রকাশিত এক প্রতিবেদনের সূত্র ধরে অনুসন্ধানের এ সিদ্ধান্ত নেওয়া হয়। ওই ম্যাগাজিনে এ ব্যবসায়ীর জবানিতে তার জীবনযাত্রা, আর্থিক সামর্থ্য ইত্যাদি নানা বিষয় উল্লেখ করা হয়। ম্যাগাজিনে তার সম্পদের পরিমাণ উল্লেখ করা হয় সাত বিলিয়ন ডলার (৫৩ হাজার ৯০০ কোটি টাকা প্রায়)।

উল্লেখ, মুসা বিন শমসের বাংলাদেশের বিজনেস মোগল নামে পরিচিত। তাকে বলা হয় প্রিন্স মুসা। বিখ্যাত ফোর্বস ম্যাগাজিন অনুযায়ী বর্তমানে তিনিই বাংলাদেশের সবচেয়ে ধনী ব্যক্তি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।