দক্ষিণ কোরিয়ার সাথে পদ্মা সেতুর পরামর্শক চুক্তি স্বাক্ষর


প্রকাশিত: ১০:২৫ এএম, ০৩ নভেম্বর ২০১৪

দক্ষিণ কোরিয়ার সঙ্গে পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের নির্মাণ তত্ত্বাবধান পরামর্শক চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ। সোমবার বিকেলে রাজধানীতে বনানীর সেতু ভবনে এ চুক্তি স্বাক্ষর হয়। চুক্তি অনুযায়ী পরামর্শক প্রতিষ্ঠানকে ৩৮৩ কোটি ১৫ লাখ টাকা দিতে।

বাংলাদেশের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন পদ্মাসেতু প্রকল্প পরিচালক মো. শফিকুল ইসলাম এবং কোরিয়ার পক্ষে হো চি মিন। এসময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী উপস্থিত ছিলেন।

মন্ত্রী জানান, কনস্ট্রাকশন সুপারভিশন কনসালটেন্ট (মূল সেতু ও নদী শাসনের কাজ) নিয়োগের প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে। ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভায় বিষয়টি অনুমোদনের পর এ চুক্তি সম্পন্ন হলো।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।