চট্টগ্রামে সেপটি ট্যাংকে বিষক্রিয়ায় তিন শ্রমিকের মৃত্যু


প্রকাশিত: ১০:৪৪ এএম, ২৭ অক্টোবর ২০১৫

চট্টগ্রামে সেপটি ট্যাংকে বিষক্রিয়ায় তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে নগরীর পতেঙ্গা কর্ণফুলী ইপিজেড’র নির্মাণাধীন এসওএস আউটফিট করখানায় এ ঘটনা ঘটে।
 
নিহতরা হলেন, রেজাউল (৩০), আরিফ (৩৫) ও শাহ আলম (৩২)।  এদের মধ্যে রেজাউলের গ্রামের বাড়ি রংপুর জেলার মিঠাপুকুরে ও শাহ আলমের বাড়ি খুলনা জেলার মংলা থানায়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র অতিরিক্ত পরিচালক মো. ইয়াহিয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ইপিজেড থানার অফিসার ইনচার্জ (তদন্ত) জাবেদ মাহমুদ বলেন, সকাল থেকে নির্মাণাধীন এ ভবনে রফিক ঠিকাদার নামে একজনের অধীনে ৩০-৪০ জন শ্রমিক কাজ করছিল। এদের মধ্যে ৩ জন সেপটিক ট্যাংকের বাঁশ সরাতে গিয়ে বিষক্রিয়ায় জ্ঞান হারিয়ে মারা যান। ময়না তদন্তের জন্য তাদের লাশ মর্গে পাঠানো হয়েছে।

এসকেডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।