ইলিশ রক্ষায় সব ধরনের ফাঁস জাল নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:০০ পিএম, ১৬ জুলাই ২০২০

ইলিশ রক্ষায় দেশে ৬ দশমিক ৫ সেন্টিমিটারের (২.৬ ইঞ্চি) চেয়ে ছোট ফাঁসের যেকোনো ধরনের জাল নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। স্থানীয়ভাবে ১৩ নামের ফাঁস জাল নিষিদ্ধ করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

বুধবার (১৫ জুলাই) প্রজ্ঞাপনটি গেজেট আকারে প্রকাশিত হয়েছে। ‘দ্য প্রটেকশন অ্যান্ড কনজারভেশন অব ফিস অ্যাক্ট, ১৯৫০’ এর আওতায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এতে বলা হয়, ইলিশ আহরণের জন্য ৬ দশমিক ৫ সেন্টিমিটার (২.৬ ইঞ্চি) অপেক্ষা ছোট ফাঁসবিশিষ্ট জাল যে নামেই অবহিত হোক না কেন, সকল জালের ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।

প্রজ্ঞাপনে জিরো সুতার জাল, দুই সুতার জাল, তিন সুতার জাল, নাইলন জাল, সুতার জাল, জাল, ভাসমান জাল, ইলিশ/ইলশে জাল, পকেট/পোকা জাল, চান্দি/ছান্দি জাল, কোনা জাল, গুলতি/খোটা জাল, সাইন জাল ছাড়াও এসব জালের মতো ইলিশ আহরণে ৬ দশমিক ৫ সেন্টিমিটারের ছোট ফাঁসের যেকোনো নামের জাল নিষিদ্ধ করা হয়।

প্রজ্ঞাপনে জালের ফাঁস পরিমাপের পদ্ধতি চিত্রসহ বলে দেয়া হয়েছে। বলা হয়, একটি ফাঁসের দুটি বিপরীত প্রান্ত বিপরীতমুখীভাবে টেনে পরিমাপ করতে হবে।

আরএমএম/এমএসএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।