আবারো একসাথে নোবেল-মৌ


প্রকাশিত: ০৯:৩০ এএম, ২৭ অক্টোবর ২০১৫

তাদেরকে বলা হয় এদেশের সেরা মডেল জুটি। বলছি নোবেল আর মৌয়ের কথা। প্রায় দুই দশকেরও বেশি সময় ধরে তারা মাতিয়ে রেখেছেন বিজ্ঞাপনের মঞ্চ। নতুন প্রজন্মের কাছে তারা আইকন ও অনুপ্রেরণা।

বিজ্ঞাপনের পাশাপাশি টুক টাক কাজ করেছেন টিভি নাটকেও। তারই ধারাবাহিকতায় সম্প্রতি আবারো একটি নাটকে জুটি হয়ে অভিনয় করলেন নোবেল-মৌ। নাটকের নাম ‘হাইওয়ে’। এটি রচনা ও পরিচালনা করেছেন মো. মেহেদী হাসান জনি।

নির্মাতা জনি বলেন, ‘আমার অনেক দিনের স্বপ্ন ছিলো নোবেল ও মৌকে নিয়ে একটা কাজ করার। সেটাই পূরণ করার চেষ্টা চালিয়েছি। দুজনেই চমৎকার শিল্পী। তাদের অভিনয় নিয়ে নতুন করে বলার কিছু নেই। আর যে গল্পটাতে তারা কাজ করেছেন আশা রাখছি ভালো লাগবে সবার।’

নাটকের গল্প নিয়ে নির্মাতা বলেন, হাইওয়েতে নোবেলকে ধ্রুব ও মৌকে দেখা যাবে মেঘলা চরিত্রে। ধ্রুব শিল্পপতি বাবার একমাত্র ছেলে। মেঘলাও শিল্পপতি বাবার একমাত্র মেয়ে। তারা দু’জনেই বাসা থেকে পালিয়ে যান। পথিমধ্যে তাদের দেখা হয়। তার পর ঘটতে থাকে বিভিন্ন নাটকীয় ঘটনা।

ঢাকা ও এর আশপাশের এলাকায় নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। শিগগিরই কোনো একটি চ্যানেলে প্রচারিত হবে ‘হাইওয়ে’।

এলএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।