কিউবার স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ


প্রকাশিত: ০৮:৪৮ এএম, ২৭ অক্টোবর ২০১৫

কিউবার স্বরাষ্ট্রমন্ত্রী জেনারেল আবেলারদো কলোম পদত্যাগ করেছেন। শারীরিক অসুস্থ্যতার কারণ দেখিয়ে দেশটির প্রভাবশালী এ মন্ত্রী পদত্যাগপত্র জমা দিয়েছেন। সোমবার দেশটির কাউন্সিল অব স্টেটের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

জেনারেল আবেলারদো কলোম বামপন্থী সরকারের গোয়েন্দা সংস্থার প্রতিষ্ঠাতাদের অন্যতম। ২৬ বছর ধরে তিনি কিউবার স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।

বিবৃতিতে বলা হয়েছে, কলোমের পদত্যাগপত্র গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। একইসঙ্গে তাকে জাতীয় বীর হিসেবে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

৭৬ বছর বয়সী কলোম জাতীয় পরিষদের একজন আইনপ্রণেতাও ছিলেন। তার ডাকনাম ফিউরি। জেনারেল কার্লোস ফার্নান্দেজ গনডিনকে দেশটির নতুন স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

এসআইএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।