ঢাকায় বিশ্ব ব্যাংকের জ্যেষ্ঠ সহ-সভাপতি


প্রকাশিত: ০৮:৪৭ এএম, ২৭ অক্টোবর ২০১৫

দুই দিনের সফরে ঢাকায় এসে পৌঁছেছেন বিশ্ব ব্যাংকের জ্যেষ্ঠ সহ-সভাপতি কেইলি পিটার। মঙ্গলবার তিনি ঢাকায় এসেছে পৌঁছেছেন বলে জানিয়েছেন বিশ্ব ব্যাংক ঢাকা অফিস।

জানা গেছে, সফরকালে পিটার অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতসহ সরকারি বেসরকারি বিভিন্ন পর্যায়ে বৈঠক করবেন। এ সময় তিনি বাংলাদেশে বিশ্ব ব্যাংকের বিভিন্ন প্রকল্প পরিদর্শন করারও কথা রয়েছে।

সফরে এসে কেইলি পিটার বলেন, বাংলাদেশ নানা চ্যালেঞ্জের মধ্যে দারিদ্র্য দূরীকরণে অসাধারণ সাফল্য দেখিয়েছে। পুরো বিশ্ব অবাক বাংলাদেশের সাফল্যে।

বাংলাদেশের মানুষের উন্নয়নে বিশ্ব ব্যাংক পাশে থেকে কাজ করবে বলেও জানান তিনি।

এসএ/আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।