কুমিল্লায় বিদেশি অস্ত্রসহ ২ যুবলীগ নেতা আটক


প্রকাশিত: ০৭:৫২ এএম, ২৭ অক্টোবর ২০১৫
ফাইল ছবি

কুমিল্লায় বিদেশি অস্ত্রসহ মো. ইমাম হোসেন ও মো. আবুল খায়ের মজুমদার নামে দুই যুবলীগ নেতাকে আটক করেছে র‌্যাব। জেলার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের ফেলনা ও ছাতিয়ানী গ্রামে পৃথক অভিযান চালিয়ে মঙ্গলবার ভোরে তাদেরকে আটক করা হয়।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লাস্থ র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি দল চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের ফেলনা ও ছাতিয়ানী গ্রামে মঙ্গলবার ভোরে পৃথক অভিযান চালায়। এসময় র‌্যাব মুন্সিরহাট ইউনিয়ন যুবলীগ নেতা ও ফেলনা গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে মো. ইমাম হোসেন (৪০) ও একই ইউনিয়নের যুবলীগ নেতা ছাতিয়ানি গ্রামের মৃত আবদুস সালামের ছেলে মো. আবুল খায়ের মজুমদারকে (৪২) আটক করে।

এসময় তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, একটি এলজি, দুটি ম্যাগজিন ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। কুমিল্লাস্থ র‌্যাব-১১, সিপিসি-২ এর কমান্ডার মেজর মো. খুরশিদ আলম জাগো নিউজকে জানান, এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানায় মামলা হয়েছে।

মো. কামাল উদ্দিন/এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।