খুলনা শিপইয়ার্ডে কার্গো কন্টেইনার ভেসেল চালু
খুলনা শিপইয়ার্ডে নির্মাণাধীন প্রথম কার্গো কাম কন্টেইনার ভেসেলের চালু করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা শিপইয়ার্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কমডোর সামসুল আলম, (জি), এনইউপি, পিএসসি, বিএন।
এর বৈশিষ্ট্য হচ্ছে, দৈর্ঘ্য ৭৪ দশমিক ৮১ মিটার, প্রস্থ ১২ মিটার, গভীরতা ৫ দশমিক ৫০ মিটার, ড্রাফট ৪ মিটার এবং ইঞ্জিন ৭২০ এইচপি।
কার্গোটি তৈরির জন্য ২০১৪ সালের ২৮ আগস্ট মেসার্স এম এস টি মেরিন সার্ভিসেস অ্যান্ড ট্রেডার্স লিমিটেড এবং খুলনা শিপইয়ার্ডের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী নির্দিষ্ট সময়েই এটি লঞ্চিং করা হয়েছে। এটি মেরিন হাউজের ডিজাইন এবং RINA-এর জরিপে নির্মাণ করা হয়েছে।
এসময় মালিক প্রতিনিধি, নক্সাকার, সার্ভেয়ার ও খুলনা শিপইয়ার্ডের কর্মকর্তা, কর্মচারী এবং শ্রমিকবৃন্দ উপস্থিত ছিলেন। লঞ্চিং অনুষ্ঠানে এর ভবিষ্যৎ সাফল্য এবং এর সঙ্গে সংশ্লিষ্টদের মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়। খুলনা শিপইয়ার্ড থেকে পাঠানো এক বার্তায় এসব তথ্য জানানো হয়েছে।
আলমগীর হান্নান/এমজেড/পিআর