আজকের সাধারণ জ্ঞান : ২৭ অক্টোবর ২০১৫


প্রকাশিত: ০৬:০৯ এএম, ২৭ অক্টোবর ২০১৫

চাকরি নামের সোনার হরিণটি ধরার জন্য সবাই মরিয়া। কিন্তু ভালো প্রাতিষ্ঠানিক ফলাফল নিয়েও চাকরির নিয়োগ পরীক্ষায় অকৃতকার্য হন অনেকেই। চাকরির পরীক্ষায় প্রস্তুতির জন্য নিয়মিত পড়াশোনা করতে হয়। চাকরিপ্রার্থীদের প্রতিদিনের প্রস্তুতির জন্য ‘বাংলা সাহিত্যের ইতিহাস’ নিয়ে জাগো জবসের বিশেষ আয়োজন।

১. প্রশ্ন : কোন ভাষা থেকে বাংলা ভাষার উৎপত্তি?
উত্তর : মাগধী প্রাকৃত।
 
২. প্রশ্ন : প্রাচীন ভারতীয় আর্য ভাষার স্তর কয়টি?
উত্তর : তিনটি।

৩. প্রশ্ন : বৈদিক ভাষা থেকে বাংলা ভাষায় বিবর্তনের প্রধান ধারা কয়টি?
উত্তর : তিনটি।

৪. প্রশ্ন : বাংলা ভাষা কোন গোষ্ঠীর বংশধর?
উত্তর : ইন্দ-ইউরোপীয় ভাষাগোষ্ঠীর।

৫. প্রশ্ন : কোন যুগে বাংলা লিপির গঠনকার্য স্থায়ীরূপ লাভ করে?
উত্তর : প্রাচীন যুগে।

৬. প্রশ্ন : বাংলার প্রথম মুদ্রণ প্রতিষ্ঠানের নাম কি?
উত্তর : শ্রীরামপুর মিশন।

৭. প্রশ্ন : কত সালে ‘শ্রীরামপুর মিশন’ প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ১৮০০ খ্রিস্টাব্দে।

৮. প্রশ্ন : বাংলা ছাড়া ব্রাহ্মী লিপি থেকে আর কোন লিপির উদ্ভব ঘটেছে?
উত্তর : সিংহলী, শ্যামী, নবদ্বীপি, তিব্বতী।
 
৯. প্রশ্ন : বাংলা অক্ষর বা বর্ণমালা কোন সময়ে একচ্ছত্র প্রভাব বিস্তার লাভ করে?
উত্তর : খ্রিস্টীয় দশম ও একাদশ শতাব্দীর মধ্যে।
 
১০. প্রশ্ন: বাংলা ভাষার সঙ্গে মিল খুঁজে পাওয়া যায় কোন ভাষার?
উত্তর : মুণ্ডা ভাষার।

১১. প্রশ্ন : ব্রাহ্মী লিপির পূর্ববর্তী লিপি কোনটি?
উত্তর : খরোষ্ঠী লিপি।

১২. প্রশ্ন : ভারতীয় লিপিশালার প্রাচীনতম রূপ কয়টি?
উত্তর : দুইটি।

১৩. প্রশ্ন : খ্রিস্টপূর্ব ৩য় শতকে কোন শাসকের শাসনমালা ব্রাহ্মী লিপিতে পাওয়া যায়?
উত্তর : সম্রাট অশোক।

১৪. প্রশ্ন : বাংলা লিপি ও বর্ণমালার উদ্ভব হয়েছে কোন লিপি থেকে?
উত্তর : কুটিল লিপি।

১৫. প্রশ্ন : কোন লিপিকে ভারতের মৌলিক লিপি বলে?
উত্তর : ব্রাহ্মী লিপি।

১৬. প্রশ্ন : কোন যুগে বাংলা লিপি ও অক্ষরের গঠনকার্য শুরু হয়?
উত্তর : সেন যুগে।

১৭. প্রশ্ন : কোন কোন লিপির উপর বাংলা লিপির প্রভাব বিদ্যমান?
উত্তর : উড়িষ্যা, মৈথিলি ও অসমীয়া লিপির উপর।
 
১৮. প্রশ্ন : বাংলা গদ্যের বিকাশে বলিষ্ঠ ভূমিকা পালন করে-
উত্তর : সাময়িকপত্র।

১৯. প্রশ্ন : বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন কি?
উত্তর : চর্যাপদ।

২০. প্রশ্ন: চর্যাপদ রচনা করেন কারা?
উত্তর : বৌদ্ধ সিদ্ধাচার্যগণ।

এসইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।