বাফুফের ২৯ সদস্যের দল ঘোষণা


প্রকাশিত: ০৩:৫২ এএম, ২৭ অক্টোবর ২০১৫

তাজিকিস্তান ও অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচকে সামনে রেখে ২৯ সদস্যের দল ঘোষণা করেছে বাফুফে। দলে নতুন মুখ হিসেবে ঠাই পেয়েছেন অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক মাশুক মিয়া জনি। তবে ফর্মে থাকলেও জায়গা হয়নি জাহিদ এবং এমিলির।

গত কয়েক বছর ধরে দেশের ফুটবলে অন্যতম ভরসার নাম জাহিদ হোসেন। কিন্তু অনিয়ন্ত্রিত জীবন, বা নিয়ম ভঙ্গের জন্য বরাবরই সমালোচিত ছিলেন দেশ সেরা এই উইঙ্গার। ইনজুরির কারণে ছিলেন না কিরগিজস্তানের বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচের স্কোয়াডে। এবার ফিট থাকলেও ফর্মে থাকা এই উইঙ্গার আরো একবার উপক্ষিত হলেন জাতীয় দলে।

কোচ ফাবিও লোপেজ বলেন, `আমার হাতে খুব বেশি একটা সময় নেই। তাই নতুনদের নিয়ে পরিক্ষা-নিরিক্ষা করতে পারছি না। তবে এই দলে বাংলাদেশের বর্তমান সময়ের সেরা ফুটবলাররাই জায়গা পেয়েছে। এটা ঠিক শেখ কামাল ক্লাব কাপে জাহিদ বেশ ভালো খেলছে। কিন্তু ক্লাব ম্যাচে দু-এক ম্যাচে ভালো খেলা মানেই সব কিছু নয়। পারফরমেন্সের ধারাবাহিকতা থাকতে হবে।`

শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপে শেখ রাসেল থেকে ধারে চট্টগ্রাম আবাহনীর হয়ে খেলছেন জাহিদ। প্রথম মাচে নিষ্প্রভ থাকলেও, পরের দুই ম্যাচে অনেকটা একক প্রচেষ্টায় দলকে জিতিয়েছিলেন জাহিদ। একটি হ্যাটট্রিকসহ করেছেন চার গোল।

আগামী ১৩ নভেম্বর তাজিকিস্তানের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের অ্যাওয়ে ম্যাচ খেলবে বাংলাদেশ। আর বঙ্গবন্ধু স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৮ নভেম্বর।

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।