ঢাবি ‘চ’ ইউনিট ভর্তি পরীক্ষার ফল প্রকাশ আজ


প্রকাশিত: ০১:২৮ এএম, ২৭ অক্টোবর ২০১৫

ঢাকা বিশ্ববিদ্যালয় ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল আজ (মঙ্গলবার) প্রকাশ করা হবে। এ দিন সকাল ১১টায় উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন।

সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল সকাল ১১টায় ঢাবি ‘চ’ ইউনিট ভর্তি পরীক্ষার চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।

উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনস্থ কেন্দ্রীয় ভর্তি অফিসে (কক্ষ নং-২১৪) আনুষ্ঠানিকভাবে এই ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করবেন।

উল্লেখ্য, গত ১০ অক্টোবর ২০১৫ শনিবার ‘চ’ ইউনিটের সাধারণ জ্ঞান এবং ১৭ অক্টোবর ২০১৫ শনিবার অংকন পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এমএইচ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।