ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক


প্রকাশিত: ০৭:২৮ পিএম, ২৬ অক্টোবর ২০১৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপমহাদেশে শক্তিশালী ভূমিকম্পে জান-মালের ক্ষয়ক্ষতিতে গভীর শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, শেখ হাসিনা নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনা করেন ও তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

সোমবার দুপুরে দক্ষিণ এশিয়ায় ৭ দশমিক ৫ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৮৫ জন পাকিস্তানি ও ৬৪ জন আফগান নাগরিক নিহত হয়েছেন। এতে প্রায় এক হাজার মানুষ আহত হয়েছেন। শত শত ঘর-বাড়ি ধ্বংস হয়ে গেছে। ভূমিকম্পের কারণে আফগানিস্তান, পাকিস্তান ও ভারতের হাজার হাজার মানুষ ছুটে রাস্তায় নেমে আসেন।

"
যুক্তরাষ্ট্রের ভূ-তাত্ত্বিক জরিপ অধিদফতর থেকে বলা হয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে ২৫০ কিলোমিটার উত্তর-পূর্বে হিন্দুকুশ অঞ্চলের ২১৩ দশমিক ৫ কিলোমিটার গভীরে। স্থায়িত্ব ছিল প্রায় ৪০ সেকেন্ড।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।