ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক


প্রকাশিত: ০৪:৩৫ পিএম, ২৬ অক্টোবর ২০১৫

আফগানিস্তান ও পাকিস্তানে ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। সোমবার রাতে এক বার্তায় তিনি এ শোক প্রকাশ করেন। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন এ তথ্য জানান।

শোক বার্তায় রাষ্ট্রপতি নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। রাষ্ট্রপতি এই দুই সার্ক দেশে ভূমিকম্পে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

উল্লেখ্য, সোমবার দুপুরে পাকিস্তান-আফগানিস্তানসহ উপমহাদেশজুড়ে ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে পাকিস্তানেই অন্তত দেড় শতাধিক লোকের প্রাণহানি ঘটে। আফগানিস্তানে ১৯ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে এবং আহত হয়েছেন আরো কয়েকশ’ মানুষ।


যুক্তরাষ্ট্রের ভূ-তাত্ত্বিক জরিপ অধিদফতর থেকে বলা হয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে ২৫০ কিলোমিটার উত্তর-পূর্বে হিন্দুকুশ অঞ্চলের ২১৩ দশমিক ৫ কিলোমিটার গভীরে। স্থায়িত্ব ছিল প্রায় ৪০ সেকেন্ড।

এসএ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।