মার্চে যাত্রা বাতিলের টিকিটের টাকা ফেরত দেবে রেলওয়ে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৫৭ পিএম, ১০ জুলাই ২০২০

অগ্রিম বিক্রি হওয়া গত ৩১ মার্চ পর্যন্ত যাত্রা বাতিলের ট্রেনের টিকিটের টাকা যাত্রীদের ফেরত দেবে বাংলাদেশ রেলওয়ে।

দেশব্যাপী করোনার কারণে সিদ্ধান্ত অনুযায়ী গত ২৪ মার্চ সন্ধ্যা থেকে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। কিন্তু নিয়ম অনুযায়ী ১০ দিন পূর্বে আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি হয়। ফলে অনেকেই সেই সময় অগ্রিম টিকিট সংগ্রহ করেছিলেন। কিন্তু ট্রেন বন্ধ হওয়ায় তারা আর যাত্রা করতে পারেনি। এ অবস্থায় গত ৩১ মার্চ পর্যন্ত অগ্রিম বিক্রি হওয়া ট্রেনের টিকিটের টাকা যাত্রীদের ফেরত দেয়ার উদ্যোগ নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

শুক্রবার (১০ জুলাই) বিক্রি হওয়া টিকিটের টাকা রিফান্ড সংক্রান্ত প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টিকিটের টাকার রিফান্ড আবেদন করা যাবে ১০ থেকে ১৭ জুলাই পর্যন্ত। সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ আবেদন করা যাবে স্টেশন মাস্টারের কার্যালয়ে। টাকা ফেরত পেতে উপযুক্ত প্রমাণ হিসেবে ক্রয়কৃত টিকিটের মূলকপি, অনলাইনে টিকিট ক্রয়ের ক্ষেত্রে প্রিন্টেড কপি, এনআইডির সত্যায়িত কপিসহ নিজ নিজ স্টেশন মাস্টারের মাধ্যমে সিসিএম পূর্ব চট্টগ্রাম বরাবর আবেদন করতে হবে।

প্রসঙ্গত: গত ২৪ মার্চ থেকে সব ধরনের যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ ছিল। শুধুমাত্র মালবাহী ট্রেন চলাচল করতো। পরে গত ৩১ মে থেকে সীমিত আকারে স্বাস্থ্যবিধি মেনে আন্তঃনগর ট্রেন চালু হয়েছে। বর্তমানে বিভিন্ন রুটে ১৭টি আন্তঃনগর ট্রেন চলাচল করছে।

এএস/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।