ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির ৪২ নেতাকর্মী কারাগারে


প্রকাশিত: ০১:৩৯ পিএম, ২৬ অক্টোবর ২০১৫
প্রতীকী ছবি

নাশতকা, পুলিশ সদস্যদের উপর হামলাসহ বিস্ফোরক আইনে করা ১৬টি মামলায় ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের ৪২ জন নেতাকর্মীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ কাউসার আহমেদ আসামিদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তবে অসুস্থতা ও বয়সের কারণে চারজনকে জামিন দিয়েছেন আদালত।

জামিনপ্রাপ্তরা হলেন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ, বিএনপি নেতা মাইনুল ইসলাম, জামির হোসেন ও মিজানুর রহমান।

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের ৪৬ জন নেতকর্মী আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। পরে আদালত শুনানি শেষে ৪২ জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আসামিপক্ষের জামিন আবেদনের শুনানি করেন অ্যাড. শফিকুল ইসলাম, রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী কৌসুলী অ্যাড. মহিউদ্দিন আহমদে খান।

জেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মোল্লা কঁচি, সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক মো. সিরাজুল ইসলাম, জেলা যুবদলের আহ্বায়ক মনির হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি শামীম মোল্লাসহ ৪২ জন নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে।

আজিজুল আলম সঞ্চয়/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।