মিডফোর্ডে নকল ওষুধ ও ডায়াবেটিস টেস্টিং কিট জব্দ
রাজধানীর মিডফোর্ড এলাকায় নকল ও ভেজাল ওষুধের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে পুলিশের এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে মিডফোর্ড সরদার মার্কেটে এ অভিযান পরিচালিত হচ্ছে। সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আক্তারুজ্জামান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, মিডফোর্ডে নকল ওষুধ বিক্রি হচ্ছে। ওই তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা হচ্ছে। এখন পর্যন্ত অভিযানকালে নকল সেকলো, নকল ডায়াবেটিস টেস্টিং কিট জব্দ করা হয়েছে। পাশাপাশি মিডফোর্ড এলাকার নকল হ্যান্ড স্যানিটাইজার ও হ্যান্ড রাবের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে। অভিযান শেষে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।
জেইউ/এমএসএইচ/জেআইএম