ইউসিবির ডিএমডি হলেন আরিফ কাদরী


প্রকাশিত: ০১:১৫ পিএম, ২৬ অক্টোবর ২০১৫

বিশিষ্ট ব্যাংকার আরিফ কাদরী ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবি) উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে যোগদান করেছেন।

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডে যোগদানের পূর্বে তিনি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ অপারেটিং অফিসার হিসাবে কর্মরত ছিলেন।     

৩১ বছরের বহুমুখী ব্যাংকিং অভিজ্ঞতালব্ধ কাদরী আরব বাংলাদেশ ব্যাংকে যোগদানের মাধ্যমে তার পেশাগত জীবন শুরু করেন। তিনি সেখানে সবশেষ ২০০৩ সাল পর্যন্ত সর্বশেষ সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত ছিলেন। তিনি আরব বাংলাদেশ ব্যাংক, আল-বারাকা ব্যাংক, ওয়ান ব্যাংক ও মেঘনা ব্যাংকে মানব সম্পদ বিভাগ প্রধান, ক্যামেলকো, চিফ রিস্ক অফিসার, হেড অফ ইন্টারনাল কন্ট্রোল ও কমপ্লায়েন্স বিভাগ প্রধানসহ ব্যাংকের বিভিন্ন ব্যবস্থাপনা পর্যায়ে সুনাম ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তিনি আইআইডিএফসি (নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান) এর পর্ষদ পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকারস-এর সেক্রেটারি জেনারেল।  

তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

এসএ/একে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।