রোগীদের সরিয়ে রিজেন্টের মিরপুর শাখাও সিলগালা
নানা অনিয়ম, প্রতারণা, সরকারের সঙ্গে চুক্তি ভঙ্গ ও করোনা পরীক্ষার ভুয়া রিপোর্ট দেয়ার অভিযোগে রিজেন্ট হাসপাতালের মিরপুর শাখা সিলগালা করে দিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মঙ্গলবার (৭ জুলাই) একই অভিযোগে রিজেন্টের উত্তরা শাখা ও প্রধান কার্যালয়ে অভিযান চালিয়ে বন্ধ করে দেয় র্যাব। বুধবার বিকেলে মিরপুরের শাখাও সিলগালা করে দেয়া হলো।
গত সোমবার থেকেই হাসপাতালটির মিরপুর শাখা ঘিরে রেখেছিল র্যাব। দুদিনে রোগীদের হাসপাতাল ছেড়ে অন্যত্র সরিয়ে দেয়ার পর আজ সিলগালা করা হয়েছে।
রিজেন্টের অভিযানের নেতৃত্ব দেয়া র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম সাংবাদিকদের জানান, গতকাল পর্যন্ত রোগীদের অন্যত্র সরিয়ে নেয়ার কাজ করা হয়েছে। আজ হাসপাতালটি সিলগালা করা হলো।
এর আগে সোমবার (৬ জুলাই) রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর শাখায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। অভিযানে ভুয়া করোনা পরীক্ষার রিপোর্ট, করোনা চিকিৎসার নামে রোগীদের কাছ থেকে অর্থ আদায়সহ নানা অনিয়ম উঠে আসে।
এ ঘটনায় মঙ্গলবার (৭ জুলাই) রাতে উত্তরা পশ্চিম থানায় দণ্ডবিধি ৪০৬/৪১৭/৪৬৫/৪৬৮/৪৭১/২৬৯ ধারায় ১৭ জনকে আসামি করে একটি মামলা করা হয়। এতে সোমবার রিজেন্ট হাসপাতালের উত্তরা শাখা থেকে আটক আটজনকে গ্রেফতার দেখানো হয়েছে। এছাড়া রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদসহ ৯ জনকে পলাতক আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
এআর/এমএসএইচ/পিআর