মোটসাইকেল চোর শনাক্ত, পরিচয় খুঁজছে পুলিশ
মিরপুরের দক্ষিণ পীরেরবাগের একটি বাসায় চুরি হওয়া মোটরসাইকেল চোরকে শনাক্ত করে তার পরিচয় জানতে চেয়েছে পুলিশ। এ বিষয়ে নিজেদের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ডিএমপি জানায়, শনাক্ত হওয়া চোর গত ২৮ জুন বিকেলে মিরপুর থানার দক্ষিণ পীরেরবাগের ১৫১/২/ই বাসার নিচ থেকে একটি সাদা রানার নাইট রাইডার মোটরসাইকেল চুরি করে পালিয়ে যান। মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো ল-২০-১৬১৫।
এ ঘটনায় ১ জুলাই মিরপুর মডেল থানায় মামলা হয়। মামলা তদন্তকালে পুলিশ ঘটনাস্থলের পাশের একটি সিসিটিভির ধারণকৃত ফুটেজ সংগ্রহ করে। ভিডিও ফুটেজে দেখা যায়, কালো টি-শার্ট, সাদা হাফপ্যান্ট, পায়ে সাদা স্লিপার ও মুখে সাদা মাস্ক পরিহিত ব্যক্তি হেঁটে হেঁটে বিল্ডিংয়ের ওপর দিকে দেখতে দেখতে আসছেন।
অপর একটি ফুটেজে দেখা যায়, একই ব্যক্তি সাদা হেলমেট পড়ে বাদীর মোটরসাইকেলটি চুরি করে হেঁটে হেঁটে নিয়ে যাচ্ছেন।
ডিএমপি জানায়, মামলার সুষ্ঠু তদন্তের জন্য ছবি ও ভিডিও ফুটেজে প্রদর্শিত ব্যক্তির সন্ধান জানা একান্ত প্রয়োজন। যদি কেউ উক্ত ব্যক্তির সন্ধান জেনে থাকেন তাহলে মিরপুর মডেল থানায় (ওসি, মোবাইল নম্বর ০১৭১৩-৩৭৩১৮৯) যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।
এআর/এসআর/এমকেএইচ