করোনাকে জয় করলেন বিএমএ সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিন

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৪:২৭ পিএম, ০৭ জুলাই ২০২০

করোনাকে জয় করলেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি এবং বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তিনি গত ১৮ দিন রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আজ (৭ জুলাই) তার পুনরায় নমুনা পরীক্ষায় করোনাভাইরাসের ফল নেগেটিভ এসেছে।

বিএমএ’র দফতর সম্পাদক ডা. মোহাম্মদ শেখ শহীদ উল্লাহর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন এখন সুস্থ ও ভালো আছেন। তার সুস্থতা কামনায় দেশের সর্বস্তরের চিকিৎসক-নার্স, স্বাস্থ্যকর্মী এবং রাজনৈতিক নেতারা বাংলাদেশ আওয়ামী লীগের নেতা-কর্মী-সমর্থক বন্ধু-স্বজন শুভাকাঙ্ক্ষীরা দোয়া ও প্রার্থনা করায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।’

বিএমএ’র সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করানো রোগী শনাক্ত হওয়ার আগে থেকেই সারাদেশে করোনা প্রতিরোধে ডা. মোস্তফা জালাল মহিউদ্দিনের নেতৃত্বে বিএমএ বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করে আসছে। তিনি করোনা আক্রান্ত হওয়ার আগে বিএম’র সব নেতাকে সাথে নিয়ে রাজধানীর বিভিন্ন হাসপাতালসহ দেশের বিভিন্ন জেলায় চিকিৎসকদের জন্য পিপি, মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন।’

এমইউ/জেডএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।