মিসরে বন্যায় পাঁচজনের প্রাণহানি


প্রকাশিত: ০৯:১৫ এএম, ২৬ অক্টোবর ২০১৫

মিসরের ভূমধ্যসাগরীয় আলেকজান্দ্রিয়া নগরীতে ভারী বর্ষণে সৃষ্ট বন্যা ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অন্তত পাঁচজনের প্রাণহানি ঘটেছে। রোববার বন্যার ফলে দেশটির বিভিন্ন রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। একইসঙ্গে দেশটির বেশ কয়েকটি এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ট্রামওয়ের একটি তার ছিড়ে রাস্তার ওপর জমে থাকা পানিতে পড়ে থাকায় তা বিদ্যুতায়িত হয়ে যায়। এসময় বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তি ও দুই শিশুর প্রাণহানি ঘটেছে। এছাড়া বৈদ্যুতিক তার ভর্তি একটি গর্তে পড়ে গিয়ে ২৫ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

রোববার সকাল থেকেই দেশটিতে ভারী বর্ষণ শুরু হয়। এতে খুব দ্রুতই বিভিন্ন রাস্তাঘাট পানিতে ডুবে যায়। অন্যদিকে কায়রোসহ বিভিন্ন অঞ্চলে রোববার তাপমাত্রা দ্রুত হ্রাস পায়। বিভিন্ন এলাকায় ভারী বর্ষণ ও ঝড়ো বাতাস হয়েছে বলে দেশটির আবহাওয়া অধিদফতর জানিয়েছে।

এসআইএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।