করোনায় আক্রান্ত ৭৩৯ আনসার, সুস্থ ৪১৫

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৫৩ পিএম, ০৫ জুলাই ২০২০

মহামারি করোনাভাইরাসে ২৪২ ব্যাটালিয়ন আনসার, ৪৪৯ সাধারণ আনসারসহ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৭৩৯ সদস্য আক্রান্ত হয়েছেন।

আনসার বাহিনীর দাবি, মহামারি করোনাভাইরাসের এই সংকটময় মূহূর্তে বিভিন্ন হাসপাতালে এবং সরকারি-বেসরকারি শিল্প প্রতিষ্ঠানের সম্মুখভাগে দায়িত্ব পালন করতে গিয়ে প্রতিদিন করোনায় আক্রান্ত হচ্ছেন বাহিনীর সদস্যরা।

এমতাবস্থায় করোনাকালে সম্মুখভাগে দায়িত্ব পালনকারী সব সদস্যকে পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা সামগ্রীসহ নিরাপদ দূরত্ব বজায় রেখে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ।

রোববার (৫ জুলাই) বিকেলে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-পরিচালক (যোগাযোগ) মেহেনাজ তাবাসসুম রেবিন বলেন, মহামারি করোনাভাইরাসের এই দুঃসময়ে আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনসহ দেশের সাধারণ জনগণকে করোনা থেকে সচেতন করার লক্ষ্যে কাজ করতে গিয়ে সারাদেশে ২৪২ জন ব্যাটালিয়ন আনসার করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া জাতীয় সংসদ ভবন এলাকায় দায়িত্ব পালন করতে গিয়ে আক্রান্ত হয়েছেন ৮৫ জন ব্যাটালিয়ন আনসার সদস্য।

বিভিন্ন হাসপাতালে এবং সরকারি-বেসরকারি শিল্প প্রতিষ্ঠানের সম্মুখভাগে দায়িত্ব পালন করতে গিয়ে সারাদেশে ৪৪৯ জন অঙ্গীভূত সাধারণ আনসার সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন।

সারাদেশের তুলনায় রাজধানী ঢাকায় আক্রান্তের সংখ্যা তুলনামূলক বেশি। এ বাহিনীতে এই পর্যন্ত আক্রান্ত ৭৩৯ জন।

আক্রান্তের মধ্যে রয়েছেন কর্মকর্তা ১০ জন, ব্যাটালিয়ন আনসার ২৪২ জন, মহিলা আনসার ৩ জন, সাধারণ আনসার ৪৪৯ জন, কর্মচারী ৫ জন, ভিডিপি সদস্য ১২ জন, বিশেষ আনসার ৪ জন, উপজেলা প্রশিক্ষক ৫ জন, উপজেলা প্রশিক্ষিকা ২ জন, হিল আনসার ৪ জন এবং উপজেলা আনসার কোম্পানি কমান্ডার ৩ জন।

এর মধ্যে ঢাকায় আক্রান্ত হয়েছেন ৪৩৪ জন এবং ঢাকার বাইরে আক্রান্ত হয়েছেন ৩০৫ জন।

এ বাহিনীর বিভিন্ন থানা, ক্যাম্প, হোটেলসহ হোম কোয়ারেন্টাইনে আছেন ১৬৫ জন। করোনা আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৫৬ জন সদস্য।

করোনায় আক্রান্ত হয়ে এ বাহিনীর ৩ জন সদস্য মৃত্যুবরণ করেছেন।

বাহিনীতে সুস্থতার হারও বাড়ছে। এ পর্যন্ত তিন কর্মকর্তাসহ ৪১৫ জন সদস্য সুস্থ হয়েছেন, সুস্থতার হার ৫৬ শতাংশের চেয়ে বেশি। আক্রান্তদের মধ্যে চিকিৎসায় সুস্থ সদস্যরাই কর্মক্ষেত্রে যোগদান করে দায়িত্ব পালন করেছেন।

জেইউ/এমএফ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।