চট্টগ্রামে অনুমোদনহীন হ্যান্ড স্যানিটাইজার জব্দ, জরিমানা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৮:১১ পিএম, ০৫ জুলাই ২০২০

চট্টগ্রাম নগরের অক্সিজেন এলাকায় অভিযান চালিয়ে ৬টি ফার্মেসি থেকে বিপুল পরিমাণ অনুমোদনহীন হ্যান্ড স্যানিটাইজার, হেক্সিসল ও অনুমোদনহীন ভারতীয় ভ্যাকসিন জব্দ করেছে জেলা প্রশাসন থেকে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৫ জুলাই) দুপুরে প্রশাসন ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী হাসান।

বিজ্ঞাপন

মো. আলী হাসান বলেন, ‘নগরে জরুরি পণ্য ওষুধের ভেজাল রোধ ও সঠিক দামে ওষুধ প্রাপ্তির জন্য অভিযান অব্যাহত রেখেছে জেলা প্রশাসন। আজ নগরের অক্সিজেন এলাকায় ৬টি ফার্মেসিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় বিপুল পরিমাণে অনুমোদনহীন হ্যান্ড স্যানিটাইজার, হেক্সিসল জব্দ করা হয়। অনুমোদনহীন এসব হ্যান্ড স্যানিটাইজার বিক্রি হচ্ছিলো ফার্মেসিগুলোতে। এছাড়াও আনরেজিস্টার্ড ওষুধ, ভারতীয় অনুমোদনহীন ভ্যাকসিন, সরকারি ওষুধ, ভায়াগ্রা, অনুমোদনহীন বিভিন্ন ভোগ্যপণ্য এমনি অনুমোদনহীন ভারতীয় কসমেটিকসও পাওয়া যায়।’

ctg-2.jpg

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘অপরাধ আমলে নিয়ে ওষুধ আইন-১৯৪০ অনুযায়ী কিউর ও কেয়ার ফার্মেসিকে ৩০ হাজার টাকা, বিসমিল্লাহ ফার্মেসিকে ২০ হাজার টাকা, হাফসা হানিফ মেডিকেলকে ১৫ হাজার টাকা, আল মাশাফি ফার্মেসিকে ১৫ হাজার টাকা, ইকবাল ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও স্বাস্থ্যবিধি না মেনে ব্যবসা করায় ৩টি খুচরা প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানাও করা হয়।’

সর্বমোট ৮টি মামলায় ৯০ হাজার টাকা জরিমানা করা হয় বলেও জানান তিনি।

আবু আজাদ/এফআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।