বাসায় মদ তৈরি, ছাদবাগানে গাঁজা চাষ
রাজধানীর দারুস সালাম থানা ও ঢাকার সাভার এলাকা থেকে পৃথক অভিযানে ১ হাজার লিটার দেশি মদ, ১৪৫০ পিস ইয়াবা ও ছাদবাগানে লাগানো ৫টি গাঁজার গাছসহ ৪ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল, র্যাব-৪ এর একটি দল শনিবার ভোর ৫টা সাভার মডেল থানাধীন রাজাশন এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারি ফ্রান্সিস গমেজকে (৬০) আটক করে। পরে তার বাড়ি থেকে মদ তৈরির সরঞ্জামসহ ১ হাজার লিটার দেশীয় মদ ও ছাদ বাগান থেকে ৫টি গাঁজার গাছ জব্দসহ তাকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ফ্রান্সিস গমেজ দীর্ঘ ১৫ বছরের বেশি সময় ধরে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। দীর্ঘদিন থেকে তার বাসার ছাদে গাঁজা চাষ এবং বাসার চিলেকোঠায় মদ তৈরি করে আসছিলেন। এসব মদ ও গাঁজা সাভারসহ মিরপুর ও আশপাশ এলাকায় বিক্রয় করতেন তিনি।
আরেক অভিযানে সকাল সাড়ে ৬টার দিকে রাজধানীর দারুস সালাম থানাধীন এলাকায় অভিযান চালিয়ে ১৪৫০ পিস ইয়াবাসহ আব্দুল বাসেদ (২৪), কুতুবুল আলম (২৫) ও ববি (২০) নামে তিন মাদক কারবারিকে আটক করা হয়। আটকদের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
জেইউ/এমএসএইচ