কানাডায় পর্যটকবাহী নৌকাডুবিতে ৪ জনের মৃত্যু


প্রকাশিত: ০৪:২৬ এএম, ২৬ অক্টোবর ২০১৫

কানাডার ব্রিটিশ কলম্বিয়া উপকূলে পর্যটকবাহী একটি নৌকাডুবে চারজনের মৃত্যু হয়েছে। দেশটির গণমাধ্যম সূত্রে বিবিসি এ তথ্য জানিয়েছে।

উদ্ধার তৎপরতায় নিয়োজিত কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, কানাডার পশ্চিমাঞ্চলীয় ভ্যাঙ্কুভার দ্বীপের টোফিনোর কাছে ২৭ জনকে বহনকারী নৌকাটি ডুবে যায়।নৌকাডুবির এই ঘটনায় অন্ততপক্ষে চারজনের মৃত্যু হয়েছে। তবে এখনো মৃত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি। সমুদ্র থেকে উদ্ধার করা  আরো ৯ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

নৌকাটি পরিচালনা করছিল জেমি তিমি পর্যবেক্ষণ স্টেশন এন্ড অ্যাডভেঞ্চার স্টেশন নামে একটি সংস্থা। প্রশান্ত মহাসাগরীয় ধূসর তিমি দেখার জন্য টোফিনো পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়।

জেডএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।