তাবেলা হত্যায় সন্দেহভাজন ৩ জনসহ আটক ৪


প্রকাশিত: ০৩:৪১ এএম, ২৬ অক্টোবর ২০১৫

রাজধানীর গুলশানে ইতালির নাগরিক তাবেলা সিজার হত্যায় সন্দেহভাজন ৩ জনসহ ৪ জনকে আটক করা হয়েছে। সোমবার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ডিসি) মুনতাসিরুল ইসলাম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। একইসঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।

গ্রেফতার ৪ জন হলেন- রাসেল ওরফে ভাগ্নে রাসেল, রুবেল ওরফে শুটার রুবেল, রাসেল ওরফে চাকতি রাসেল ও শাখাওয়াত হোসেন শরীফ।

মুনতাসিরুল ইসলাম জানান, এ বিষয়ে আজ (সোমবার) বেলা ১১টায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করা হবে।

উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় গুলশান-২ নম্বরের ৯০ নম্বর সড়কের ফুটপাতে তাভেলা সিজারকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। গুলশানের ইউনাইটেড হাসপাতালে নেয়া হলে সিজারের মৃত্যু হয়।

জেইউ/এআর/জেডএইচ/আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।