হোম বাটনহীন স্মার্টফোন আনছে অ্যাপল


প্রকাশিত: ০৩:১৬ এএম, ২৬ অক্টোবর ২০১৫

বাটনযুক্ত মোবাইল ফোনের যুগ হারিয়ে গেছে হারিয়ে যাওয়া শুরু হয়েছে বেশ আগেই। এবার স্মার্টফোন থেকে হোম বাটনও হারিয়ে যাচ্ছে! অবাগ হলেও সত্যি, পরবর্তী স্মার্টফোনের নকশায় বেশকিছু পরিবর্তন আনার পরিকল্পনা করছে নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল। এর অংশ হিসেবে হোম বাটন না রাখার কথাও বিবেচনা করছে মার্কিন প্রতিষ্ঠানটি। -খবর বিজনেস ইনসাইডা`র।

পিপার জেফরির বিশ্লেষক জেনে মানস্টার জানিয়েছেন, আইফোনের পরবর্তী সংস্করণে হোম বাটন না থাকার সম্ভাবনা ৫০ শতাংশ। হোম বাটনের পরিবর্তে আইফোনে থ্রিডি টাচ সেবা যোগ হতে পারে। আর হোম বাটনের জায়গাটিকে পর্দার আকার বড় করার জন্য ব্যবহার করা হতে পারে। অথবা এর মাধ্যমে ডিভাইসের আকারও ছোট করে আনা হতে পারে।

এর পেছনে বেশকিছু যুক্তিও উপস্থাপন করেছেন তিনি। অনেক অ্যান্ড্রয়েড ফোনে ডিভাইসের আকার বড় না করে পর্দার আকার বড় করা হচ্ছে। অনেক ক্ষেত্রে বেজেল ছোট করে পর্দা বড় করা হচ্ছে। তাই অ্যাপলও পর্দার আকার বড় করাতেই মনোনিবেশ দেবে বলে জানান তিনি।

তার মতে, অ্যাপল তাদের ডিভাইসের বেজেল ছোট করে পর্দার আকার বড় করতে চাইছে। আর এ কারণে তারা পরবর্তী সংস্করণে হোম বাটন নাও রাখতে পারে। এছাড়া ডিভাইসটি আগের তুলনায় আরও পাতলা ও সরু করছে প্রতিষ্ঠানটি।

আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।