লিবিয়া উপকূল থেকে ৪০ লাশ উদ্ধার


প্রকাশিত: ০২:২৪ এএম, ২৬ অক্টোবর ২০১৫

লিবিয়া উপকূল থেকে অন্তত ৪০টি লাশ উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ডের সদস্যরা। স্থানীয় সূত্রের বরাত দিয়ে রোববার তুরস্কের গণমাধ্যমে এ কথা বলা হয়েছে। উদ্বার করা লাশগুলো ইউরোপগামী অভিবাসীদের বলে ধারণা করা হচ্ছে।লিবিয়ার রেড ক্রিসেন্টের মুখপাত্র মাহমুদ আল মিসরাতি লাশ উদ্বার করার কথা স্বীকার করেছেন।

মাহমুদ আল মিসরাতি গণমাধ্যমকে বলেছেন, জিলতেন, আলখামস ও কার্বোলি শহরের উপকূল থেকে ৪০টি লাশ উদ্ধার করা হয়েছে। লিবিয়ার কোস্টগার্ডের সঙ্গে রেড ক্রিসেন্টের সদস্যরাও উদ্ধার অভিযানে সমন্বয় করছে বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরো বলেছেন, রাজধানী ত্রিপোলীর উপকূলেও উদ্ধার অভিযান চলছে। স্থানীয়রা দুই দিন আগে লাশ ভাসতে দেখে কর্তৃপক্ষকে জানালে উদ্ধার অভিযান শুরু হয়। একসঙ্গে এত লাশ দেখে মনে করা হচ্ছে, লিবিয়া উপকূলের কোনো এক স্থানে ইউরোপগামী নৌকা ডুবে গেছে।

তবে জীবিত কাউকে পাওয়া গেছে কিনা সে সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। লিবিয়া সরকারের পক্ষ থেকেও কোন আনুষ্ঠানিক ঘোষণা বা বিবৃতি দেয়া হয়নি এখন পর্যন্ত।

জেডএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।