পল্লবীতে অস্ত্র ও গুলিসহ যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:৫৫ এএম, ০৩ জুলাই ২০২০

রাজধানীর পল্লবী থেকে জুয়েল মল্লিক (৩১) নামে এক অস্ত্রধারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৩ এর একটি বিশেষ দল।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে পল্লবীর সাগুফতা হাউজিং এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

জুয়েল মল্লিক বাগেরহাট সদরের হেদায়েতপুর খেগড়াঘাটের আব্দুল জলিল মল্লিকের ছেলে।

র‌্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি সুজয় সরকার জানান, গোপন সংবাদে র‌্যাব-৩ এর একটি বিশেষ দল জানতে পারে পল্লবীর সাগুফতা হাউজিং এলাকায় মাইক্রোবাসযোগে এক ব্যক্তি অবৈধ অস্ত্র বহন করে নিয়ে আসছে।

এমন তথ্য যাচাইয়ে একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়। মাইক্রোবাসটি চেকপোস্টের দিকে আসার পর তল্লাশি চালানো হয়। এ সময় জুয়েল মল্লিককে একটি ১২ বোর শর্টগান এবং ১১ রাউন্ড গুলিসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, উদ্ধারকৃত অস্ত্র-গুলি তার নিজের। তবে এ-সংক্রান্তে বৈধ কোনো কাগজপত্র সে দেখাতে পারেনি কিংবা তার কাছে কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জেইউ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।