শেরে বাংলার ১৪২তম জন্মবার্ষিকী আজ


প্রকাশিত: ০৮:৫৩ পিএম, ২৫ অক্টোবর ২০১৫

আজ ২৬ অক্টোবর। অবিভক্ত বাংলার সাবেক মুখ্যমন্ত্রী শেরে বাংলা এ কে ফজলুল হকের ১৪২তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে শেরে বাংলা এ কে ফজলুল হকের জন্মস্থান নানা বাড়ি ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়ায় নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সাতুরিয়া ‘শেরে বাংলা এ কে ফজলুল হক রিসার্চ ইন্সটিটিউট’র পক্ষ থেকে আজ সাতুরিয়া ইঞ্জিনিয়ার এ কে এম রেজাউল করিম কারিগরি স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে আলোচনা সভা দোয়া ও মিলাদ।

এতে প্রধান অতিথি থাকবেন ঝালকাঠি পৌরসভার মেয়র মো. আফজাল হোসেন। বিশেষ অতিথি থাকবেন রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম সাদিকুর রহমান, কাউখালি উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির ও ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম মঞ্জু, ঝালকাঠি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আক্কাস সিকদার, সাতুরিয়া ইউপি চেয়ারম্যান ছিদ্দিকুর রহমান ও কাউখালি সদর ইউপি চেয়ারম্যান আমিনুর রশিদ মিল্টন। সভাপতিত্ব করবেন ‘শেরে বাংলা এ কে ফজলুল হক রিসার্চ ইন্সটিটিউট’র চেয়ারম্যান আলহাজ্জ কে এম আব্দুল করিম।

উল্লেখ্য, গত বছর ২৬ অক্টোবর যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবক ইঞ্জিনিয়ার এ কে এম রেজাউল করিম তার প্রতিষ্ঠিত কলেজ ক্যাম্পাসে নিজস্ব অর্থায়নে ‘শেরে বাংলা এ কে ফজলুল হক রিসার্চ ইন্সটিটিউট প্রতিষ্ঠা করেন। দক্ষিণাঞ্চলের বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মো. হানিফ এ প্রতিষ্ঠানের উদ্বোধন করেন।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।