মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে একসঙ্গে কাজ করেতে হবে
দেশকে এগিয়ে নিতে হলে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে একসঙ্গে কাজ করেতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।
রোববার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ আয়োজিত `উন্নয়ন ও প্রতিবন্ধকতা` শীর্ষক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।
আরেফন সিদ্দিক বলেন, দেশকে এগিয়ে নিতে হলে শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
আমাদের মূল সমস্যা মনস্তাত্বিক উল্লেখ করে উপাচার্য বলেন, দেশের উন্নয়নে আমারা নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করছি কি না তা দেখতে হবে।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক সিরাজুল হক আলো, বার কাউন্সিলের সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুল বাসেত মজুমদার, বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ মো. আবদুর রশিদ, অধ্যক্ষ পরিষদের সভাপতি অধ্যক্ষ কাজী মিজানুল ইসলাম, ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড শাহীনুর রহমান, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড শাহরিয়ার আলম প্রমুখ।
এএস/একে/এমএস