জাবিতে ভর্তি পরীক্ষা শুরুর আগেই প্রশ্ন সমাধানের অভিযোগ


প্রকাশিত: ০১:০৭ পিএম, ২৫ অক্টোবর ২০১৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদের ডিনের কক্ষে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু তিন শিক্ষার্থীকে নিয়মবিহির্ভূতভাবে প্রশ্ন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। রোববার বিশ্ববিদ্যালয়ের গাণিতিক ও পদার্থবিদ্যা অনুষদের ২য় শিফটের পরীক্ষা চলাকালীন সময় কলা ও মানবিক অনুষদের ডিনের কক্ষে এ ঘটনা ঘটে।

জানা যায়, সকাল সাড়ে দশটার দিকে বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক সৈয়দ কামরুল আহসান নিজের ঘনিষ্ঠ ৩ জন ভর্তিচ্ছুকে ভর্তি পরীক্ষার পূর্বেই প্রশ্নপত্র দিয়ে দেন। এসময় বিশ্ববিদ্যালয়ে কর্মরত কয়েকজন সাংবাদিক পরীক্ষার্থীরা মোবাইল নিয়ে হলে প্রবেশ করছে এমন অভিযোগ করতে ডিনের কক্ষে প্রবেশ করেন।

তখন তারা তিনজন ভর্তিচ্ছু শিক্ষার্থীকে ডিনের কক্ষে বসে প্রশ্নপত্র সমাধান করতে দেখেন। এসময় তিনজন সাংবাদিক আলাদা আলাদা করে ৩ বার ডিনকে এ বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ‘এটা আগের শিফটের (প্রথম) প্রশ্ন।’

পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে প্রথম শিফটের পরীক্ষার প্রশ্নের বিষয়টি অস্বীকার অধ্যাপক সৈয়দ কামরুল আহসান করে বলেন, ‘প্রশ্নগুলো বিগত (২০১৪-১৫ শিক্ষাবর্ষের) বছরের।’

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির সদস্য অধ্যাপক আবুল হোসেন বলেন, ‘তিনি এভাবে কাউকে তার রুমে বসে প্রশ্ন দেখাতে পারেন না, সেটা এ বছরের প্রশ্ন হোক কিংবা আগের বছরের প্রশ্ন। আমরা বিষয়টি সম্পর্কে ইতোমধ্যেই অবহিত হয়েছি। এ ব্যাপারে বিস্তারিত জেনে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।’

উল্লেখ্য, আগের শিফটের প্রশ্নের সাথে পরের শিফটের প্রশ্নের অনেক মিল থাকে।

হাফিজুর রহমান/এসএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।