সোমবার থেকে চালু হচ্ছে হিলি স্থলবন্দর


প্রকাশিত: ১২:৩২ পিএম, ২৫ অক্টোবর ২০১৫

শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে টানা আট দিন বন্ধ থাকার পর সোমবার থেকে চালু হচ্ছে দিনাজপুরের হিলি স্থলবন্দরের আমদানি-রফতানি কার্যক্রম।

ভারত হিলি স্থলবন্দর এক্সপোর্ট অ্যান্ড সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক বাংলা হিলি বন্দর কর্তৃপক্ষ গত ১৮ থেকে ২৫ অক্টোম্বর পর্যন্ত এ ছুটি ঘোষণা করেছিলেন।
 
বাংলা হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সচিব শাহিনুর ইসলাম শাহিন জানান, শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে টানা আট দিন বন্ধ থাকার পর সোমবার থেকে ভারতের সঙ্গে পুনরায় আমদানি- রফতানি কার্যক্রম চালু হবে।

এমদাদুল হক মিলন/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।