বিশ্ব ব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হলেন মন্ত্রিপরিষদ সচিব
আন্তর্জাতিক দাতা সংস্থা বিশ্ব ব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হিসাবে নিয়োগ পেয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করেছে।
১৪ ডিসেম্বর মোশাররাফ হোসাইনের অবসরোত্তর ছুটি শুরু হওয়ার কথা ছিল। কিন্তু চুক্তিভিত্তিক নিয়োগের জন্য তার অবসরোত্তর ছুটি বাতিল করা হয়েছে। মন্ত্রিপরিষদ সচিবের পদমর্যাদায় মোশাররাফ হোসাইন বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হিসেবে দায়িত পালন করবেন। তার মেয়াদকাল থাকবে আগামী ১৫ ডিসেম্বর থেকে ২০১৮ সালের ৩১ অক্টোবর পর্যন্ত। সাবেক অর্থসচিব ড. মোহাম্মদ তারেক এতোদিন বিশ্ব ব্যাংকে বাংলাদেশের হয়ে এই দায়িত্ব পালন করে আসছিলেন।
১৯৮১ সালের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা হিসেবে নিয়োগ পান মোশাররাফ হোসাইন। ২০১১ সালের ৩ অক্টোবর বাংলাদেশের ২০তম মন্ত্রিপরিষদ সচিব হিসাবে দায়িত্ব পান। এর আগে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব হিসাবে বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক এবং ইসলামী উন্নয়ন ব্যাংক (আইডিবি)-এর বিকল্প গভর্নরের দায়িত্বেও ছিলেন তিনি।
এসএ/জেডএইচ/আরআইপি