প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ


প্রকাশিত: ১০:২৬ এএম, ২৫ অক্টোবর ২০১৫

বন ও পরিবেশ উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেছেন, বিএনপির আমলে দেশে ছিল খাদ্য সংকট ও দুর্ভিক্ষ। আর এখন দেশ খাদ্য উদ্বৃত্ত। বাংলাদেশ থেকে ৩১ বিলিয়ন ডলার খাদ্য রফতানি করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।

রোববার ভোলার চরফ্যাশনে মধুমতি ব্যাংকের শাখা উদ্বোধন করার সময় উপমন্ত্রী এ কথা বলেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার ফজলে নূর তাপস এমপি।

ফজলে নূর তাপস তার বক্তব্যে বলেন, বর্তমানে বাংলাদেশ নিম্ন মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। আগামী ৬ বছরের মধ্যে দেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে। তিনি ভোলায় গ্যাস সম্পদ ও বিদ্যুৎ দিয়ে শিল্পান্নয়নের কথাও তুলে ধরেন। তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে এবং দারিদ্র্য বিমোচনের জন্যই মধুমতি ব্যাংকের যাত্রা শুরু।

এ সময় ব্যাংকের চেয়ারম্যান হুমায়ুন কবিরের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, ব্যাংকের ভাইস চেয়ারম্যান শেখ সালাউদ্দিন, ব্যাংকের পরিচালকদের মধ্যে মোস্তফা কামাল, আবুল হোসেন, ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান, চলচিত্র অভিনেতা মো. আলমগীর, অভিনেত্রী শমী কায়সার, রেজাউল আহমেদ তালুকদার, শওকত আলী ভূঁইয়া, সাইফুল ইসলাম প্রমুখ ।

উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সম্পাদক জেলা পরিষদ প্রশাসক আব্দুল মমিন টুলু, উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন , উপজেলা আওয়ামী লীগ সম্পাদক নুরুল ইসলাম ভিপি।

উদ্বোধনী অনুষ্ঠানে মালঞ্চ, দেশ থিয়েটার, শ্রাবণী খেলাঘর সংগঠনের পক্ষ থেকে শিল্পীরা সংগীত ও কোরিওগ্রাফি প্রদর্শন করেন।

অমিতাভ অপু/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।