নৌ প্রতিমন্ত্রীর আমন্ত্রণে শাজাহান খানের অভিজ্ঞতা বিনিময়

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:০৪ পিএম, ২৮ জুন ২০২০

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর আমন্ত্রণে অভিজ্ঞতা বিনিময়ের জন্য নৌ মন্ত্রণালয়ে যান আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক নৌমন্ত্রী শাজাহান খান।

রোববার (২৮ জুন) সচিবালয়ে নৌ প্রতিমন্ত্রীর অফিস কক্ষে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

জানা যায়, করোনা পরিস্থিতিতে দেশের চলমান সার্বিক উন্নয়ন কীভাবে এগিয়ে নেয়া যায় এ বিষয়ে দেড় ঘণ্টাব্যাপী প্রতিমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন সাবেক নৌমন্ত্রী। মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী হিসেবে নিজের অভিজ্ঞতা বিনিময় করেন বর্তমান প্রতিমন্ত্রীর সঙ্গে।

কোনো সাবেক মন্ত্রীকে বর্তমান মন্ত্রীর নিজের দফতরে আমন্ত্রণ জানানোর বিষয়টি সচরাচর দেখা যায় না।

এ বিষয়ে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, সাবেক মন্ত্রী হিসেবে শাজাহান খানকে আমন্ত্রণ জানিয়েছিলাম। আমন্ত্রণে সাড়া দিয়ে তিনি এসেছিলেন। তার অভিজ্ঞতা শেয়ার করেছেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার ও জনসংযোগ কর্মকর্তা জাহাঙ্গীর আলম খান।

এইউএ/এমএফ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।