ইতালি ফিরে গেলেন আরও ২৮১ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:১৩ পিএম, ২৭ জুন ২০২০
ফাইল ছবি

করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার আগে ইতালি থেকে দেশে এসে আটকে পড়া ২৮১ বাংলাদেশি ফিরে গেছেন।

বুধবার দুপুরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২৮১ বাংলাদেশিকে নিয়ে রোমের উদ্দেশে উড্ডয়ন করে।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছে।

বিমানবন্দর সূত্র জানায়, ইতালিতে রেসিডেন্ট পারমিটধারী বাংলাদেশি নাগরিকরা বিশেষ ফ্লাইটে সে দেশে গেছেন। ইতালি যেতে ইচ্ছুকরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করলে তাদের দেয়া তালিকা অনুযায়ী বিশেষ ফ্লাইট আয়োজন করে বিমান।

উল্লেখ্য, এর আগে পৃথক দুটি ফ্লাইটে পাঁচ শতাধিক প্রবাসী বাংলাদেশিকে ইতালি পৌঁছে দেয় বিমানের বিশেষ ফ্লাইট।

এআর/বিএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।