লক্ষ্মীপুরে ফ্রেন্ডস ক্লাবের শিক্ষা বৃত্তি প্রদান


প্রকাশিত: ০৮:২৪ এএম, ২৫ অক্টোবর ২০১৫

লক্ষ্মীপুরের রামগঞ্জে চণ্ডিপুর ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে ১৬৫ জন ছাত্র-ছাত্রীকে শিক্ষা বৃত্তি ও চড়ুইভাতি করা হয়েছে। রোববার দিনব্যাপী এ উপলক্ষ্যে চণ্ডিপুর গ্রামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শিক্ষার মানোন্নয়নে গত ২৫ বছর ধরে উপজেলার বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের চতুর্থ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে এ বৃত্তি দিয়ে আসছে ক্লাবটি।

কুমিল্লা এফ ডব্লিউ ভি টি আইয়ের অধ্যক্ষ গিয়াস উদ্দিন পাইনের সভাপতিত্বে  অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শ্যামাপ্রদ দে। এসময় বক্তব্য রাখেন ক্লাবের সভাপতি জাহিদুর রহমান শাহিন ও সাধারণ সম্পাদক জসিম উদ্দিন বনফুল, মোহাম্মদ কামরুল আহসান প্রমুখ। অনুষ্ঠানে শিক্ষার্থীদের নগদ অর্থ ও সনদ দেয়া হয়।

প্রসঙ্গত, ৩৪ বছর আগে চণ্ডিপুর ফ্রেন্ডস ক্লাব প্রতিষ্ঠা করা হয়। এরপর থেকে সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে ক্লাবটি।

কাজল কায়েস/এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।