বোমা হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি ইইউ’র
রাজধানীর পুরান ঢাকার হোসনি দালানে তাজিয়ে মিছিলে বোমা হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এছাড়া এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছে ইইউ। রোববার সকালে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় ইইউ’র বাংলাদেশ আবাসিক প্রতিনিধি ও রাষ্ট্রদূত পিয়েরে মায়াদু একথা বলেন।
পিয়েরে মায়াদু বলেন, পবিত্র আশুরা উপলক্ষে শিয়া সম্প্রদায়ের ধর্মীয় উৎসবে বোমা হামালার ঘটনা অত্যন্ত নেক্কারজনক। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার এবং তার স্বজনদের প্রতি দুঃখ ও সমবেদনা প্রকাশ করছি।
তিনি আরো বলেন, আমি আশা করছি, বাংলাদেশের সরকার এ ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনবে এবং সুবিচার নিশ্চিত করবে। উল্লেখ্য, শুক্রবার রাতে রাজধানীতে তাজিয়া মিছিল বের হওয়ার সময় ৩টি শক্তিশালী বোমা বিস্ফোরণে সানজু নামে এক কিশোর নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক।
জেডএইচ/পিআর