কারওয়ান বাজারে ট্রেনে কাটা পড়ে নিহত ১


প্রকাশিত: ০৬:২০ এএম, ২৫ অক্টোবর ২০১৫
ফাইল ছবি

রাজধানীর কারওয়ান বাজার রেলক্রসিংয়ে কাটা পড়ে আবুল কালাম (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার সকালে কমলাপুরগামী ট্রেনে কাটা পড়ার পর তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে বেলা সোয়া ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
রেলওয়ে থানা পুলিশের (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
 
তেজগাঁও থানা উপ-পরিদর্শক (এসআই) মো. শামিম জানান, ঘটনাটি রেলওয়ে থানা পুলিশের আওতাধীন হলেও ঘটনাস্থলে উপস্থিত থাকায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসি। নিহতের সঙ্গে থাকা ভোটার আইডি কার্ড থেকে জানা যায়, নিহত আবুল কালাম নোয়াখালীর মাইজদি স্টেডিয়াম রোড এলাকার আলি আহমেদের ছেলে।

জেইউ/আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।