করোনা জয় করলেন সংসদ কর্মকর্তা তারিক মাহমুদ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১০:০১ পিএম, ২৫ জুন ২০২০
ফাইল ছবি

করোনা জয় করেছেন সংসদ সচিবালয়ের গণসংযোগ শাখার পরিচালক এবং উপসচিব (আইন প্রণয়ন) মো. তারিক মাহমুদ। দীর্ঘ ১৫ দিন আইসোলেশনে থেকে এবং চিকিৎসকের পরামর্শ অনুসরণ করে তিনি সুস্থ হয়ে উঠেছেন।

মঙ্গলবার (২৩ জুন) তার করোনা (কোভিড-১৯) পরীক্ষায় ফলাফল নেগেটিভ পাওয়া গেছে। সম্পূর্ণরূপে সুস্থ হতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আরও সাতদিন আইসোলেশনে থাকবেন তিনি।

উল্লেখ্য, জাতীয় সংসদের বাজেট অধিবেশন উপলক্ষে সংসদে কর্মরতদের করোনাভাইরাস পরীক্ষার সময় ৯৪ কর্মকর্তা-কর্মচারীর দেহে করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ ধরা পড়ে। মো. তারিক মাহমুদ তাদেরই একজন।

মো. তারিক মাহমুদ তথ্য মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির কমিটি সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। ইতোপূর্বে তিনি সাবেক ডেপুটি স্পিকার কর্নেল (অব.) শওকত আলীর একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

উল্লেখ্য, ১০ জুন শুরু হয়েছে ২০২০-২১ অর্থবছরের বাজেট অধিবেশন। ১১ জুন বাজেট উত্থাপন হয়েছে, পাস হবে ৩০ জুন।

এইচএস/এফআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।