আনসারে করোনা আক্রান্তের সংখ্যা ছয়শ ছাড়াল, সুস্থ ৩২৮

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৫০ পিএম, ২৩ জুন ২০২০

আইনশৃঙ্খলা রক্ষা, সামাজিক দূরত্ব বজায় রাখাসহ বাহিনীর দায়িত্ব পালন করতে গিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৯ আনসার সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬০৪ জনে। তবে এখন পর্যন্ত মোট আক্রান্তের ৩২৮ জন সুস্থ হয়ে উঠেছেন।

মঙ্গলবার (২৩ জুন) বিকেলে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দফতর থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-পরিচালক (যোগাযোগ) মেহেনাজ তাবাসসুম রেবিন বলেন, করোনাভাইরাসের বিস্তার মোকাবিলায় জীবন বাজি রেখে কাজ করে চলেছেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি করোনাযুদ্ধে সম্মুখভাগে দায়িত্ব পালন করতে গিয়ে আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। পাশাপাশি এ বাহিনীতে সুস্থতার হারও সাফল্যজনক। বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ আক্রান্ত সদস্যদের দ্রুত সুস্থ করে তোলার বিষয়ে বিশেষ নজরদারি বাড়ানোসহ প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তাদের।

তিনি আরও বলেন, মঙ্গলবার বিকেল ৪টা পর্যন্ত বাহিনীতে নতুন আক্রান্তের সংখ্যা ৯। এ পর্যন্ত করোনায় ৬০৪ জন সদস্য আক্রান্ত হয়েছেন। আক্রান্তের মধ্যে রয়েছেন কর্মকর্তা ৬ জন, ব্যাটালিয়ন আনসার ১৯৮ জন, মহিলা আনসার ৩ জন, সাধারণ আনসার ৩৭৬ জন, কর্মচারী ৫ জন, ভিডিপি সদস্য ৬ জন, বিশেষ আনসার ৩ জন, উপজেলা প্রশিক্ষক ২ জন, উপজেলা প্রশিক্ষিকা ১ জন এবং হিল আনসার ৪ জন। তাদের মধ্যে ঢাকায় আক্রান্ত হয়েছেন ৩৯৩ জন এবং ঢাকার বাইরে আক্রান্ত হয়েছেন ২১১ জন।

রেবিন বলেন, এ পর্যন্ত কর্মকর্তাসহ মোট ৩২৮ জন সদস্য সুস্থ হয়েছেন, সুস্থতার হার ৫৪ শতাংশের চেয়ে বেশি। সুস্থ হয়েছেন কর্মকর্তা ২ জন, ব্যাটালিয়ন আনসার ৯৫ জন, সাধারণ আনসার ২২২ জন, কর্মচারী ২ জন, মহিলা আনসার ২ জন, ভিডিপি সদস্য ১ জন, উপজেলা আনসার কমান্ডার ১ জন এবং বিশেষ আনসার ৩ জন। আক্রান্তদের মধ্যে চিকিৎসায় শতভাগ সুস্থ সদস্যরাই কর্মক্ষেত্রে যোগদান করে দায়িত্ব পালন করেছেন। কোয়ারেন্টাইনে আছেন ১২২ জন। করোনা আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৫১ জন সদস্য। করোনায় আক্রান্ত হয়ে এ বাহিনীতে মৃত্যুবরণ করেছেন ৩ জন।

জেইউ/এমএসএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।