সেমিফাইনালে চট্টগ্রাম আবাহনী


প্রকাশিত: ০২:১৩ পিএম, ২৪ অক্টোবর ২০১৫

জাহিদের দুর্দান্ত হ্যাটট্রিকে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের সেমিফাইনালের টিকিট পেয়েছে চট্টগ্রাম আবাহনী। আজ করাচি ইলেক্ট্রিকের বিপক্ষে ৪-২ গোলে জয় পায় স্বাগতিক দলটি।

চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে শনিবার ১০ম, ৩৩তম ও ৮২তম মিনিটে প্রতিপক্ষের জালে গোল উৎসবে মাতেন জাহিদ। টুর্নামেন্টে এ নিয়ে চার গোল করলেন জাতীয় দলের এই ফরোয়ার্ড।

১০ মিনিটে চট্টগ্রাম আবাহনীকে এগিয়ে নেন জাহিদ হোসেন। কিংসলের ক্রস থেকে ফাঁকা বল পেয়ে জালে জড়ান জাহিদ। তিন মিনিট পরেই মিনিটে ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকরা। জাহিদের ক্রস থেকে বল পেয়ে লক্ষ্যভেদ করেন কিংসলে।

২৬ মিনিটে ম্যাচে ফেরে পাকিস্তানের ঘরোয়া লিগের চ্যাম্পিয়নরা। হায়াত উল্লাহর পাস থেকে মোহাম্মদ রাসুল হেড করে বল জালে জড়ান।

৩৩ মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোলটি করেন জাহিদ। কিংসলের ফ্রি-কিক গোলরক্ষক ঠিকভাবে ধরতে না পারলে ফাঁকায় বল পেয়ে যান জাহিদ। আর তা থেকে গোল আদায় করে নিতে কোন ভুল করেননি জাতীয় দলের এই ফরোয়ার্ড।

৪৩ মিনিট আবার খেলায় ফেরে করাচীর দল। রক্ষণের ভুলে পেনাল্টি পায় তারা। আর তা থেকে সহজেই গোল আদায় করে নেন রাসুল।

দ্বিতীয়ার্ধের ৬৬ মিনিটে প্রতিপক্ষের এক খেলোয়াড়ের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে দ্বিতীয় হলুদ কার্ড পেয়ে মাঠ ছাড়েন ইউসুফ ইসা। ৮২ মিনিটে পেনাল্টি পায় স্বাগতিকরা। জাহিদের পেনাল্টি রুখে দিলেও ফিরতি শটে গোল আদায় করে হ্যাটট্রিক করেন তিনি। এরপর আর গোল না হলে ৪-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে চট্টগ্রাম আবাহনী।

এ জয়ের পর চট্টগ্রাম আবাহনীর পয়েন্ট ৬। ইস্ট বেঙ্গল ও ঢাকা আবাহনীর পরের ম্যাচের ফল যাই হোক না কেন, গোল পার্থক্য +২ হওয়ায় টুর্নামেন্টের স্বাগতিকদের শেষ চারে খেলা নিশ্চিত।

আরটি/এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।