পাকিস্তানের নাগরিকত্ব ছাড়ছেন আদনান সামি


প্রকাশিত: ১০:১১ এএম, ২৪ অক্টোবর ২০১৫

প্রায় এক দশকেরও বেশি সময় ধরে ভারতে অবস্থান করছেন পাকিস্তানি সংগীত শিল্পী আদনান সামি। সেখানে বসেই বলিউড প্লে-ব্যাক ও একক অ্যালবাম প্রকাশ করে মাতিয়েছেন উপমহাদেশের সংগীতপ্রিয় মানুষের মন।

তবে গেলো বছরের শেষ নাগাদ নাগরিকত্ব নিয়ে জটিলতার সৃষ্টি হওয়ায় ভারত ছাড়ার নির্দেশ দেয়া হয় এই শিল্পীকে। শেষ পর্যন্ত তিনি নাগরিকত্ব ছাড়ছেন তবে সেটা ভারতের নয় মাতৃভূমি পাকিস্তানেরই।

পাকিস্তানি দৈনিক দি নিউজট্রাইবের বরাতে জানা গেছে, চলতি সপ্তাহে ভারতের সুপ্রীম কোর্টে ভারতীয় নাগরিকত্ব চেয়ে একটি আবেদন করেছেন সামি। ভারতের এটর্নি জেনারেল জানিয়েছেন প্রায় দীর্ঘ এক দশক ধরে ভারতে অবস্থান করছেন সামি। এছাড়াও ভারতের শিল্প-সংস্কৃতিতে সামির অবদানের কথা বিবেচনা করে আবেদনটি যাচাই করবে আদালত।

এটর্নি জেনারেলের কথা ও সম্প্রতি আদনান সামির পাকিস্তানি পাসপোর্টের মেয়াদ নবায়ন না করায় সামি ভক্তরা এক প্রকার ধরেই নিয়েছেন পাকিস্তানের নাগরিকত্ব ছাড়তে যাচ্ছেন আদনান সামি।

আরএএইচ/এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।