ঢাকা মাতাবেন ব্রিটিশ গিটারিস্ট জন ম্যাকলাফলিন
এবার বাংলা মুলুক মাতবে বিলেতি গিটারের ঝংকারে। জানা গেছে, ঢাকায় আসছেন বিখ্যাত ব্রিটিশ গিটারিস্ট জন ম্যাকলাফলিন ও ব্যান্ড ফোর্থ এডিশন। ৫-৭ নভেম্বর অনুষ্ঠিত ‘জাজ অ্যান্ড ব্লুস ফেস্টিভালে’ দলকে নিয়ে কনসার্টে গাইবেন তিনি।
ব্লুস কম্যুনিকেশন লিমিটেডের আয়োজনে তিন দিনব্যাপি এই আসরে জন ছাড়া আরো ছয়টি ব্যান্ড পারফর্ম করবে। এগুলোর মধ্যে আমেরিকা থেকে কিং বেবি, ব্রাজিলের এসডাস নোগাইরা ফ্রান্সের মোসেজ, ভারত থেকে সোলমেট, বিদালান প্রমূখ। দেশের বাইরে ছাড়াও দেশীয় শিল্পীদের মধ্যে থাকবেন আইয়ুব বাচ্চুসহ অন্যান্যরা।
রাজধানীর আর্মি স্টেডিয়ামে প্রতিদিন সন্ধ্যা ৬ টা থেকে শুর হয়ে অনুষ্ঠান চলবে মাঝরাত পর্যন্ত। গ্রামীণফোনের ধানমন্ডি, গুলশান, উত্তরা, যমুনা ফিউচার পার্ক. ফার্মগেট ও মিরপুর আউটলেটে টিকিট পাওয়া যাচ্ছে। প্রতিদিনের টিকিটের মূল্য ১২০০ টাকা। তিনদিনের ব্ল্যাঙ্কেট টিকিট কিনলে দাম পড়বে তিন হাজার টাকা।
এলএ/পিআর